৭০৯. অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 38
এরপর সকালে এবং বিকালে তিনবার করে বলেন -
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া আরবি
اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাক্বর, আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন আযা-বিল ক্বাবর। লা- ইলা-হা ইল্লা- আনতা
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই অবাধ্যতা ও দারিদ্র্যতা থেকে; হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে; তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই।
তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে এসব বলতে শুনেছি। তাঁর সুন্নাহ বা রীতি অনুসরণ করা আমার কাছে খুবই পছন্দের।
রেফারেন্সহাসান। আবু দাউদঃ ৫০৯০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #২অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #১দ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়াআল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়াইচ্ছায় অনিচ্ছায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়াঅন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #২জাহান্নামের উত্তাপ এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়াঋণ মুক্তির দোয়াদুশ্চরিত্র ও মন্দ কর্ম থেকে আশ্রয় চাওয়ার দোয়াকৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়াদুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৫