৭০৯. অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
এরপর সকালে এবং বিকালে তিনবার করে বলেন -
اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাক্বর, আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন আযা-বিল ক্বাবর। লা- ইলা-হা ইল্লা- আনতা
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই অবাধ্যতা ও দারিদ্র্যতা থেকে; হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে; তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই।
তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে এসব বলতে শুনেছি। তাঁর সুন্নাহ বা রীতি অনুসরণ করা আমার কাছে খুবই পছন্দের।
রেফারেন্সহাসান। আবু দাউদঃ ৫০৯০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে আশ্রয় চাওয়ানিরাপদ অন্তর, সত্যবাদিতা; ও কল্যাণকর সকল কিছু চাওয়ার দোয়ানিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াউপকারী জ্ঞান চাওয়াশ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৪আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদাআল্লাহ্র চেহারায় তাকানোর নিয়ামত লাভের দোয়াক্রোধ দূর করার দোয়াদুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়াদৃঢ়তা ও সঠিকতা প্রার্থনাআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৫