৫৪. রুকূ থেকে উঠে পড়ার দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 3

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, ইমাম যখন ‘সামিয়াল্লা-হু লিমান হামিদাহ’ বলে, তখন তোমরা বলো -

রুকূ থেকে উঠে পড়ার দোয়া আরবি

اَللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ

রুকূ থেকে উঠে পড়ার দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা রব্বানা- ওয়া লাকাল হামদ

রুকূ থেকে উঠে পড়ার দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌, আমাদের রব! এবং প্রশংসা কেবলই তোমার।

কারণ, যার দোয়া ফেরেশতাদের দোয়ার সঙ্গে মিলে যায়, তার পেছনের গোনাহগুলো মাফ করে দেওয়া হয়।

রেফারেন্সবুখারীঃ ৭৯৬

সেটিংস

বর্তমান ভাষা