৪৮. কারও মৃত্যুর পর
Daily DuasProtectionIslamic PrayerCategory 3
উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (আবূ সালামা'র মৃত্যুর পর) আল্লাহ্র রাসূল (ﷺ) আবু সালামার কাছে আসেন। তার চোখ ছিল খোলা ও স্থির। নবী (ﷺ) তা বন্ধ করে দিয়ে বলেন, “রূহ বা আত্মা নিয়ে যাওয়া হলে, চোখ তার পেছনে পেছনে যায়।” তখন তার পরিবারের কিছু লোক চিৎকার করে ওঠে। এর পরিপ্রেক্ষিতে নবী (ﷺ) বলেন, “তোমরা নিজেদের জন্য ভালো ছাড়া অন্য কিছুর দোয়া করো না; কারণ, তোমাদের দোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ‘আমীন/ আল্লাহ্! কবুল করো!' বলতে থাকে।”
রেফারেন্সমুসলিমঃ ৯২০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দোয়া কবুলের সময় #১সালাম ফেরানোর আগে #৩সালাম ফেরানোর আগে #১লাইলাতুল কদরের দোয়াআরাফার দিন আরাফার ময়দানের দোয়ামোরগ ডাকার সময়ফেরেশতাদের আমীন-এর সঙ্গে মুসল্লির আমীন মিলে গেলেওযূর পর নির্দিষ্ট দোয়া পাঠরুকূ থেকে ওঠার পরের দোয়াঅন্তর যখন একনিষ্ঠভাবে আল্লাহ্মুখী থাকেআযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দোয়ামুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়া