৫৮. ওযূর পর নির্দিষ্ট দোয়া পাঠ

Daily DuasProtectionIslamic PrayerCategory 3

নবী (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি ওযূ করে-এবং যথাযথভাবে তা সম্পন্ন করে, তারপর বলে -

ওযূর পর নির্দিষ্ট দোয়া পাঠ আরবি

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

ওযূর পর নির্দিষ্ট দোয়া পাঠ উচ্চারণ

আশহাদু আন্‌ লা- ইলা-হা ইল্লাল্লাহু ওয়া‘হদাহু লা-শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মু‘হাম্মাদান ‘আবদুহু ওয়া রাসূলুহু

ওযূর পর নির্দিষ্ট দোয়া পাঠ অনুবাদ

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনও অংশীদার নেই; আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও বার্তাবাহক।

তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে; যে-দরজা দিয়ে ইচ্ছা, সে (জান্নাতে) প্রবেশ করবে।

রেফারেন্সমুসলিমঃ ২৩৪

সেটিংস

বর্তমান ভাষা