৫৩. ফেরেশতাদের আমীন-এর সঙ্গে মুসল্লির আমীন মিলে গেলে

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “যখন ইমাম আমীন বলেন, তখন তোমরা আমীন বলো, কারণ যার আমীন ফেরেশতাদের আমীন-এর সঙ্গে মিলে যাবে, তার পেছনের গোনাহগুলো মাফ করে দেওয়া হবে।” [১] আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “যখন ইমাম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লীন বলেন, তখন তোমরা আমীন বলো, কারণ যার আমীন ফেরেশতাদের আমীন-এর সঙ্গে মিলে যাবে, তার পেছনের গোনাহগুলো মাফ করে দেওয়া হবে।” [২]

রেফারেন্স[১] বুখারীঃ ৭৮০ [২] বুখারীঃ ৭৮২

সেটিংস

বর্তমান ভাষা