৫১. ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার সময়

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “যে-ব্যক্তি সালাত আদায় করল, অথচ তাতে সূরা ফাতিহা পাঠ করল না, তা হলে সেটি অসম্পূর্ণ।” আবু হুরায়রা (রাঃ)-কে বলা হলো, আমরা তো ইমামের পেছনে থাকি। তিনি বলেন, “মনে মনে তা পড়ো; কারণ আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ্‌ তা'আলা বলেছেন-সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে দু' ভাগে বিভক্ত করেছি; আমার বান্দা তা-ই পাবে, যা সে চায়। যখন বান্দা বলে, সকল প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহ্‌র, আল্লাহ্‌ তা'আলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ্‌ তা'আলা বলেন, আমার বান্দা আমার মহত্ত্ব বর্ণনা করেছে। যখন সে বলে, বিচার দিনের মালিক, আল্লাহ্‌ বলেন, আমার বান্দা আমার মহিমা প্রকাশ করেছে। (আরেকবার তিনি বলেন, আমার বান্দা আমার কাছে ন্যস্ত করেছে।) যখন সে বলে, আমরা কেবল তোমার গোলামি করি আর কেবল তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ্‌ বলেন, এটি আমার ও আমার বান্দার মধ্যকার বিষয়; আমার বান্দা তা-ই পাবে, যা সে চায়। এরপর যখন সে বলে, আমাদের ভারসাম্যপূর্ণ পথ দেখাও-তাদের পথ, যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা (তোমার) ক্রোধের শিকার হয়েছে এবং যারা পথ হারিয়ে ফেলেছে, তখন আল্লাহ্‌ বলেন, এটি আমার, আর আমার বান্দা তা-ই পাবে, যা সে চায়।”

রেফারেন্সমুসলিমঃ ৩৯৫

সেটিংস

বর্তমান ভাষা