৩৪. দোয়া কবুলের সময় #১
আব্দুল্লাহ্ ইবনু আমর (রাঃ) বলেন, একজন লোক বলল, হে আল্লাহ্র রাসূল! মুআযযিনদের মর্যাদা আমাদের চেয়ে বেশী হয়ে যাবে। তখন রাসূল (ﷺ) বললেন, ‘মুআযযিন্ যা বলে তুমিও তা বল। যখন আযান শেষ হয়ে যাবে তখন আল্লাহ্র কাছে চাও, যা চাইবে তা দেয়া হবে।
রেফারেন্সহাসান। আবূ দাঊদঃ ৫২৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দোয়া কবুলের সময় (আযান, ইকামতের বৃষ্টি ও যুদ্ধের সময়ে)রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়াফরজ সালাতসমূহের পর দোয়াযুলহিজ্জাহ মাসের দশ দিনসৎ নিয়তে জমজমের পানি পান করার সময়ের দোয়ামুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়াইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার সময়দোয়া কবুলের সময় #২লাইলাতুল কদর সম্পর্কেফেরেশতাদের আমীন-এর সঙ্গে মুসল্লির আমীন মিলে গেলেসিজদায় দোয়া করামোরগ ডাকার সময়