৪১. দোয়া কবুলের সময় (আযান, ইকামতের বৃষ্টি ও যুদ্ধের সময়ে)

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “দুটি (দোয়া) ফিরিয়ে দেওয়া হয় না, অথবা খুব কমই ফিরিয়ে দেওয়া হয়; আযানের সময় দোয়া এবং যখন যুদ্ধ তীব্র রূপ ধারণ করে।” অপর এক বর্ণনায় বলা হয়েছে, “বৃষ্টির সময়।”

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ২৫৪০

সেটিংস

বর্তমান ভাষা