৪৭. মুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 3
কোনও বান্দা যদি বিপদ-মুসিবতের মুখোমুখি হয়ে বলে -
মুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়া আরবি
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللَّهُمَّ أْجُرْنِيْ فِي مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِي خَيْرًا مِّنْهَا
মুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়া উচ্চারণ
ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউন। আল্লা-হুম্মাঅ্ জুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা-
মুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়া অনুবাদ
আমরা আল্লাহ্র জন্য, আর আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ্! আমার মুসিবতের জন্য আমাকে প্রতিদান দাও! এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দাও!
উম্মু সালামাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছিঃ কোন মুসলিমের ওপর মুসীবত আসলে যদি সে বলেঃ (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে) তবে মহান আল্লাহ্ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন।
রেফারেন্সমুসলিমঃ ৯১৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #১লাইলাতুল কদর সম্পর্কেওযূর পর নির্দিষ্ট দোয়া পাঠসৎ নিয়তে জমজমের পানি পান করার সময়ের দোয়াআযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দোয়াফরজ সালাতসমূহের পর দোয়াপ্রতি রাতে কিছুক্ষণ সময়ের দোয়াযুলহিজ্জাহ মাসের দশ দিনমোরগ ডাকার সময়সালাম ফেরানোর আগে #৩লাইলাতুল কদরের দোয়াদোয়া কবুলের সময় #১