৬০. মোরগ ডাকার সময়
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “তোমরা মোরগের ডাক শুনলে, আল্লাহ্র কাছে তাঁর অনুগ্রহ চাইবে; কারণ, সেটি একজন ফেরেশতা দেখেছে। আর গাধার চিৎকার শুনলে, শয়তানের ব্যাপারে আল্লাহ্র কাছে আশ্রয় চাইবে; কারণ, গাধা একটি শয়তান দেখেছে।”
রেফারেন্সবুখারীঃ ৩৩০৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সালাম ফেরানোর আগে #৩লাইলাতুল কদর সম্পর্কেসিজদায় দোয়া করাদোয়া কবুলের সময় #১আরাফার দিন আরাফার ময়দানের দোয়াফরজ সালাতসমূহের পর দোয়ারাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়াপ্রতি রাতে কিছুক্ষণ সময়ের দোয়াযুলহিজ্জাহ মাসের দশ দিনমুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়াসালাতের শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় #১রুকূ থেকে উঠে পড়ার দোয়া