৫৫. সালাম ফেরানোর আগে #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 3

আল্লাহ্‌র রাসূল (ﷺ) মসজিদে প্রবেশ করেন। তখন এক ব্যক্তি সালাতের শেষের দিকে তাশাহুদ পাঠ করছিল। সে বলছিল -

সালাম ফেরানোর আগে #১ আরবি

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

সালাম ফেরানোর আগে #১ উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আসআলূকা ইয়া আল্লা-হু বি'আন্নাকাল ওয়া‘হিদুল আ‘হাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুআন আহাদ আন তাগ্‌ফিরালি যুনূবী ইন্নাকা আনতাল গাফূরুর্‌ রাহীম

সালাম ফেরানোর আগে #১ অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে চাই। হে আল্লাহ্‌! তুমি এক, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি। এবং যার সমকক্ষ কেউ নেই; তুমি আমাকে ক্ষমা করে দাও, একমাত্র তুমিই ক্ষমাশীল, দয়ালু।

তার দোয়া শুনে আল্লাহ্‌র রাসূল (ﷺ) তিনবার বলেন, "তাকে মাফ করে দেওয়া হয়েছে।"

রেফারেন্সসহীহ। নাসাঈঃ ১৩০১

সেটিংস

বর্তমান ভাষা