৫৫. সালাম ফেরানোর আগে #১
আল্লাহ্র রাসূল (ﷺ) মসজিদে প্রবেশ করেন। তখন এক ব্যক্তি সালাতের শেষের দিকে তাশাহুদ পাঠ করছিল। সে বলছিল -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
আল্লা-হুম্মা ইন্নী আসআলূকা ইয়া আল্লা-হু বি'আন্নাকাল ওয়া‘হিদুল আ‘হাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুআন আহাদ আন তাগ্ফিরালি যুনূবী ইন্নাকা আনতাল গাফূরুর্ রাহীম
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই। হে আল্লাহ্! তুমি এক, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি। এবং যার সমকক্ষ কেউ নেই; তুমি আমাকে ক্ষমা করে দাও, একমাত্র তুমিই ক্ষমাশীল, দয়ালু।
তার দোয়া শুনে আল্লাহ্র রাসূল (ﷺ) তিনবার বলেন, "তাকে মাফ করে দেওয়া হয়েছে।"
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার সময়
দোয়া কবুলের সময় #২
সালাম ফেরানোর আগে #৩
দোয়া কবুলের সময় #১
আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দোয়া
শেষ রাতের দোয়া
সালাম ফেরানোর আগে #২
অন্তর যখন একনিষ্ঠভাবে আল্লাহ্মুখী থাকে
লাইলাতুল কদর সম্পর্কে
ফরজ সালাতসমূহের পর দোয়া
দোয়া কবুলের সময় (আযান, ইকামতের বৃষ্টি ও যুদ্ধের সময়ে)
যুলহিজ্জাহ মাসের দশ দিন