৩৯. শেষ রাতের দোয়া

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “প্রতি রাতে শেষ এক-তৃতীয়াংশ বাকি থাকতে, আমাদের মহান রব নিকটতম আকাশে নেমে বলেন, যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেবো; যে আমার কাছে চাইবে, আমি তাকে দেবো; যে আমার কাছে মাফ চাইবে, আমি তাকে মাফ করে দেবো।” [১]


শেষ রাতে যারা (আল্লাহ্‌র কাছে) ক্ষমা চায়, তাদের প্রশংসা করে আল্লাহ্‌ তা'আলা বলেন -

كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ﴿١٧﴾ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ﴿١٨﴾

অনুবাদ

(১৭) রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো। (১৮) আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকত। [২]

রেফারেন্স[১] বুখারীঃ ১১৪৫ [২] সূরা আয-যারিয়াতঃ ৫১: ১৭-১৮

সেটিংস

বর্তমান ভাষা