বিবাহ

বিবাহ

৩ সাবক্যাট | ৮ দোয়া

অধ্যায়: বিবাহ

পরিচ্ছেদ: বিয়ের খুতবা

৩৯০. খুতবাতুল হাজাহ্ বা জরুরি প্রয়োজনের বক্তব্য

আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাদেরকে “খুতবাতুল হাজাহ” বা প্রয়োজনের বক্তব্য শিখিয়েছেন (এভাবে) -

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُّسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًۭا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

اِنَّ الْحَمْدَ لِلّٰهِ نَحْمَدُهٗ وَنَسْتَعِيْنُهٗ وَنَسْتَغْفِرُهٗ وَنَعُوْذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ اَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ اَعْمَالِنَا، مَنْ يَّهْدِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهٗ ـ وَمَنْ يُّضْلِلْ فَلَا هَادِيَ لَهٗ ـ اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ ـ يَا اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقَاتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ يَا اَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُم مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ـ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَاءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْ تَسَاءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ۚ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا يَا اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا يُصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا

ইন্নাল হামদা-লিল্লা-হ, নাহমাদুহু ওয়া নাসতা’ইনুহু ওয়া নাস্তাগফিরুহু। ওয়া না’উযুবিল্লা-হি মিন শুরুরি আনফুসিনা- ওয়া মিন সায়্যিআ-তি আ’মা-লিনা-। মাইয়াহদিহিল্লা-হু ফালা- মুদিল্লা লাহ, ওয়া মাই ইয়ুদলিল ফালা- হা-দিআ লাহ। আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহু ওয়া রাসূলুহ ইয়া- আইয়্যুহাল্ লাযীনা আ-মানুত্ তাক্বুল্লা-হা ‘হাক্কা তুক্বা-তিহী অলা-তামূতুন্না ইল্লা- ওয়া আন্‌তুম্‌ মুসলিমূন্ ইয়া আইয়্যুহান না-সুত্তাক্বু রব্বাকুমুল্লাযী খালাক্বাকুম্ মিন্ নাফসিন ওয়া-’হিদাতিন ওয়া খালাক্বা মিনহা- ঝাওজ্বাহা- ওয়াবাসসা মিনহুমা- রিজ্বা-লান্ কাছী-রাওঁ ওয়ানিসা-আন্ ওয়াত্তাক্বুল্লা-হাল্লাযী তাসা-আলূনা বিহী ওয়াল্ আরহা’-ম্; ইন্নাল্লা-হা কা-না ‘আলাইকুম্ রাক্বীবা- ইয়া- আয়্যুহাল্লাযীনা আ-মানুত্তাক্বুল্লা-হা ওয়া ক্বুলু ক্বাওলান সাদিদা। ইউস্বলিহ লাকুম আ’মালাকুম ওয়া ইয়াগফিরলাকুম যুনুবাকুম। ওয়ামাই ইউত্বি’ইল্লা-হা ওয়া রাসুলাহু ফাক্বদ ফা-ঝা ফাওঝান ‘আযীমা-

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহ্‌র। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর কাছে সাহায্য চাই, তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করি; নিজেদের অনিষ্ট থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই, (আশ্রয় চাই) আমাদের কর্মকাণ্ডের অনিষ্ট থেকে। আল্লাহ্‌ যাকে পথ দেখান, তাকে কেউ বিভ্রান্ত করতে পারেনা; তিনি যাকে পথহারা করেন, তাকে কেউ পথ দেখাতে পারেনা। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্‌ ছাড়া কোনও ইলাহ নেই; আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও বার্তাবাহক; ওহে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহ্‌র অসন্তুষ্টিকে যথার্থভাবে এড়িয়ে চলো; তোমাদের মৃত্যু যেন কেবল তখনই আসে, যখন তোমরা থাকবে (আল্লাহ্‌র সামনে) অনুগত। [১] হে মানব-জাতি! তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, আর সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, তারপর তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী; আল্লাহ্‌র অসন্তুষ্টি এড়িয়ে চলো, যাঁর কথা বলে তোমরা পরস্পরের কাছে অধিকার চাও; আর আত্মীয়তা ও নিকট-সম্পর্ক নষ্ট করো না। আল্লাহ্‌ তোমাদের উপর কড়া নজর রাখছেন। [২] ওহে যারা ঈমান এনেছ! আল্লাহ্‌কে ভয় করো এবং সঠিক কথা বলো; তা হলে তিনি তোমাদের কার্যকলাপ ঠিকঠাক করে দেবেন এবং তোমাদের অপরাধসমূহ মাফ করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ্‌ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে বিশাল সাফল্য অর্জন করে। [৩]

এরপর নিজের প্রয়োজনের কথা বলতেন। [৪]

রেফারেন্স[১] সূরা আল ইমরানঃ ৩:১০২ [২] সূরা আন-নিসাঃ ৪:১ [৩] সূরা আল-আহযাবঃ ৩৩:৭০-৭১ [৪] সহীহ। তিরমিযিঃ ১১০৫

পরিচ্ছেদ: বিবাহ পরবর্তী দোয়া সমূহ

৩৯১. নেককার স্বামী/স্ত্রী ও সন্তান লাভ এবং মুত্তাকীদের নেতা হতে প্রার্থনা

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا

অনুবাদ

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।

রেফারেন্সসূরা ফুরকানঃ ২৫:৭৪

৩৯২. নব দম্পতির জন্য দোয়া

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

بَارَكَ اللّٰهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ

বা-রাকাল্লা-হু লাকা ওয়া বা-রাকা ‘আলাইকা, ওয়া জামা'আ বাইনাকুমা- ফি’খাইর

অনুবাদ

আল্লাহ্‌ তোমাকে বরকত প্রদান করুন, তোমাকে বরকমতয় করুন এবং তোমাদেরকে কল্যাণের মধ্যে একত্রিত করুন।

আবু হুরাইরা (রাঃ) বলেন, “নব বিবাহিতকে অভিনন্দন জানাতে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এ কথা বলতেন।”

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ২১৩০

সেটিংস

বর্তমান ভাষা