কখন কি বলা সুন্নাহ

কখন কি বলা সুন্নাহ

১ সাবক্যাট | ২২ দোয়া

অধ্যায়: কখন কি বলা সুন্নাহ

পরিচ্ছেদ: প্রতিদিনের সুন্নাহ বাক্য সমূহ

৮৪০. কোন কিছু আরম্ভ করার পূর্বে

ভালো কোন কিছু খাওয়া বা পান করার সময়, কোন কিছু লেখা বা পড়ার সময়, কোন কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা -

بِسْمِ اللَّهِ

بِسْمِ اللّٰهِ

বিসমিল্লা-হ

অনুবাদ

আল্লাহ্‌র নামে।

উমর ইবনু আবী সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর তত্ত্বাবধানে থাকা এক ছেলে। খাওয়ার সময় আমি পাত্রের বিভিন্ন জায়গায় হাত দিতাম। তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে বলেন, “এই ছেলে! বিসমিল্লাহ্‌ বলো, তোমার ডানদিক থেকে খাও এবং তোমার পাশের অংশ থেকে খাও!" এর পর থেকে খাওয়ার সময় আমি এ নির্দেশনাগুলো অনুসরণ করে চলেছি।

রেফারেন্সবুখারীঃ ৫৩৭৬

৮৪১. ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে

إِنْ شَاءَ اللَّهُ

اِنْ شَآءَ اللّٰهُ

ইনশা- আল্লাহু

অনুবাদ

যদি আল্লাহ চান।

আর কোন কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে, ‘নিশ্চয় আমি তা আগামী কাল করব’, তবে ‘আল্লাহ যদি চান’। আর যখন ভুলে যাও, তখন তুমি তোমার রবের যিকির কর এবং বল, আশা করি, আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হিদায়াত দেবেন।

রেফারেন্সসূরা আল-কাহাফঃ ২৩-২৪

৮৪২. আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বড়ত্বের কোন কৃতিত্ব দেখলে

اَللَّهُ أَكْبَرُ

اَللّٰهُ اَكْبَرُ

আল্লাহু আকবার

অনুবাদ

আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।

রেফারেন্সবুখারীঃ ৬২১৮

সেটিংস

বর্তমান ভাষা