অধ্যায়: শক্রতা / বিপদাপদ / জুলুম
পরিচ্ছেদ: ব্যর্থতার সময়ের দোয়া সমূহ
৪২৮. ব্যর্থতার সময়ের দোয়া
قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ
قَدَرُ اللّٰهِ وَمَا شَاءَ فَعَلَ
ক্বাদারুল্লা-হি ওয়ামা- শা-আ ফা’আল
এটি আল্লাহ্র ফয়সালা, আর তিনি যা ইচ্ছা করেছেন।
আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন: “শক্তিশালী মুমিন আল্লাহ্র কাছে দূর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভাল, যদিও সকল মুমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান। তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদঢ় ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহ্র কাছে সাহায্য প্রার্থনা করবে। কখনোই দূর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও (তুমি ব্যর্থ হও বা তোমার প্রচেষ্টার আশানুরূপ ফল না পাও) তাহলে কখনই বলবে না যে, যদি আমি ঐ কাজটি করতাম! যদি আমি অমুক তমুক কাজ করতাম। বরং (উপরের বাক্যটি) বলবে; কারণ, অতীতের আফসোস মূলক (যদি করতাম) ধরনের বাক্যগুলো শয়তানের দরজা খুলে দেয়।”
৪২৯. কঠিন কর্মকে সহজ করার দোয়া
اَللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
اَللّٰهُمَّ لَا سَهْلَ اِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَاَنْتَ تَجْعَلُ الْحَزْنَ اِذَا شِئْتَ سَهْلًا
আল্লা-হুম্মা, লা- সাহলা- ইল্লা- মা- জা’আলতাহূ সাহলা-, ওয়া আনতা তাজ’আলুল হাঝনা ইযা- শিয়্তা সাহলা-
হে আল্লাহ্ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন।
পরিচ্ছেদ: ক্ষতির আশঙ্কার সময়ের দোয়া সমূহ
৪৩০. শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #১
اَللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
اَللّٰهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ
আল্লা-হুম্মা, ইন্না- নাজ’আলুকা ফী নু’হূরিহিম ওয়া না’ঊযুবিকা মিন শুরূরিহিম
হে আল্লাহ্, আমরা আপনাকে তাদের কণ্ঠদেশে রাখছি এবং আপনার আশ্রয় গ্রহণ করছি তাদের অকল্যাণ থেকে।