পরিচ্ছেদ: বিবাহ পরবর্তী দোয়া সমূহ

৩৯১. নেককার স্বামী/স্ত্রী ও সন্তান লাভ এবং মুত্তাকীদের নেতা হতে প্রার্থনা

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا

অনুবাদ

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।

রেফারেন্সসূরা ফুরকানঃ ২৫:৭৪

৩৯২. নব দম্পতির জন্য দোয়া

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

بَارَكَ اللّٰهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ

বা-রাকাল্লা-হু লাকা ওয়া বা-রাকা ‘আলাইকা, ওয়া জামা'আ বাইনাকুমা- ফি’খাইর

অনুবাদ

আল্লাহ্‌ তোমাকে বরকত প্রদান করুন, তোমাকে বরকমতয় করুন এবং তোমাদেরকে কল্যাণের মধ্যে একত্রিত করুন।

আবু হুরাইরা (রাঃ) বলেন, “নব বিবাহিতকে অভিনন্দন জানাতে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এ কথা বলতেন।”

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ২১৩০

৩৯৩. স্ত্রী বা স্বামীকে গ্রহণের দোয়া

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা খাইরাহা- ওয়া খাইরা মা- জাবালতাহা- ‘আলাইহি, ওয়া আ‘উযু বিকা মিন শাররিহা- ওয়া মিন শাররি মা- জাবালতাহা- ‘আলাইহি

অনুবাদ

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে চাই, এ নারীর কল্যাণ এবং যা কিছু কল্যাণ এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন। আর আমি আপনার আশ্রয় চাই এ নারীর অকল্যাণ থেকে এবং যা কিছু অকল্যাণকর বিষয় এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন।

রেফারেন্সহাসান। আবু দাউদঃ ২১৬০

সেটিংস

বর্তমান ভাষা