বিবিধ দোয়া

বিবিধ দোয়া

১ সাবক্যাট | ২৪ দোয়া

অধ্যায়: বিবিধ দোয়া

পরিচ্ছেদ: বিবিধ বিষয়ের দোয়া সমূহ

৮১৭. আল্লাহ্‌ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন

যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে। অনুরূপভাবে প্রতি নামাযের শেষ বৈঠকে তাশাহুদের পর তার (দাজ্জালের) বিপর্যয় থেকে রক্ষা পাবার জন্য আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে।

রেফারেন্সমুসলিমঃ ৮০৯

৮১৮. শিরক থেকে বাঁচার দোয়া

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَاَنَا اَعْلَمُ، وَاَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা আন উশরিকা বিকা ওয়া ‘আনা- আ‘লামু ওয়া আস্তাগফিরুকা লিমা- লা- আ‘লামু

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি জ্ঞাতসারে আপনার সাথে শির্ক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞতাসারে (শির্ক) হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই।

রেফারেন্সসহীহ। আদাবুল মুফরাদঃ ৭১৬

৮১৯. বরকতের দোয়া করলে #১

আয়েশা (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ্‌ (ﷺ) একদিন একটি ভেড়া হাদিয়া পান এরপর তা দান করে দিতে বলেন। যখন সে দাসটি ফিরে আসল আয়েশা (রাঃ) জিজ্ঞেস করলেন, “তারা কী বলল?” সে উত্তর দিল, “তারা এই দোয়া পাঠ করল -

بَارَكَ اللَّهُ فِيكُمْ

بَارَكَ اللّٰهُ فِيْكُمْ

বা-রাকাল্লা-হু ফীকুম

অনুবাদ

আল্লাহ্‌ আপনাদের মধ্যে বরকত দান করুন।


وَفِيهِمْ بَارَكَ اللَّهُ

وَفِيْهِمْ بَارَكَ اللّٰهُ

ওয়াফীহিম বা-রাকাল্লা-হ

অনুবাদ

আর তাদের মধ্যেও আল্লাহ্‌ বরকত দিন


وَفِيكَ بَارَكَ اللَّهُ

وَفِيْكَ بَارَكَ اللّٰهُ

ওয়াফীকা বা-রাকাল্লা-হ

অনুবাদ

আর আপনার মধ্যেও আল্লাহ্‌ বরকত দিন।

আয়েশা (রাঃ) তখন বললেন,

রেফারেন্সহাদীসটি ইবনুস সুন্নী সংকলন করেছেন, পৃ. ১৩৮, নং ২৭৮। আরও দেখুন, ইবনুল কাইয়্যেমের আল-ওয়াবিলুস সাইয়্যেব, পৃ. ৩০৪। তাহকীক, বশীর মুহাম্মাদ উয়ূন।

সেটিংস

বর্তমান ভাষা