মৃত / কবর / জানাযা

মৃত / কবর / জানাযা

৫ সাবক্যাট | ২৫ দোয়া

অধ্যায়: মৃত / কবর / জানাযা

পরিচ্ছেদ: মৃৃৃতের জন্য করনীয়

২৮৫. মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দোয়া

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ، وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ

اَللّٰهُمَّ اغْفِرْ لَهٗ، وَارْفَعْ دَرَجَتَهٗ فِي الْمَهْدِيِّيْنَ، وَاخْلُفْهٗ فِيْ عَقِبِهٖ فِيْ الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهٗ يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهٖ، وَنَوِّرْ لَهٗ فِيْهِ

আল্লা-হুম্মা’গফির লাহূ (ব্যক্তির নাম), ওয়ার্‌ফা’অ দারাজাতাহু ফিল মাহদিইয়ীন, ওয়া’খলুফহু ফী ‘আক্বিবিহী ফিল গা-বিরীন, ওয়াগফির লানা ওয়া লাহূ ইয়া রাব্বাল ‘আ-লামীন, ওয়াফসা’হ্ লাহূ ফী ক্বাব্‌রিহী, ওয়া নাওয়ির্‌ লাহূ ফীহি

অনুবাদ

হে আল্লাহ্‌, আপনি ক্ষমা করুন এ ব্যক্তিকে (ব্যক্তির নাম) এবং হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বৃদ্ধি করুন, তার কবরকে তার জন্য প্রশস্ত করুন, তার জন্য তা আলোকিত করুন, তার উত্তরসূরীদের মধ্যে আপনিই তার খলীফা-স্থলাভিষিক্ত থাকুন, আমাদেরকে এবং তাকে ক্ষমা করুন, হে বিশ্বজগতের প্রতিপালক, তাঁর কবরকে প্রশস্ত এবং নূরে পরিপূর্ণ করে দিন।

উম্মে সালামাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) আবু সালামার নিকট আসলেন, এমতাবস্থায় তার চক্ষু খোলা ছিল, তিনি তাঁর চক্ষু বন্ধ করলেন। অতঃপর বললেন, ‘রূহ যখন কবয করা হয় তখন চক্ষু তার অনুস্বরণ করে। এ কথা শুনে আবু সালামার পরিবারের কিছু লোক চিৎকার করে কেঁদে উঠল। তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা তোমাদের রূহের জন্য কল্যাণ ছাড়া অমঙ্গল কামনা করো না। তোমরা যা বলো ফেরেশতাগণ তার সাথে সাথে ‘আমীন’ বলেন। অতঃপর রাসূল (ﷺ) এ দোয়াটি তিনি বলেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সমুসলিমঃ ৯২০

পরিচ্ছেদ: মৃতকে কবরস্থ করা

২৮৬. কবরস্থ করার পরে কবরে মাটি ফেলা

সহীহ হাদীসে বর্ণিত যে, মৃতকে কবরস্থ করার পরে উপস্থিত ব্যক্তিদের জন্য সুন্নাত তিন বার দু হাত ভরে মাটি কবরে ফেলা। আবু হুরাইরা (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্‌ (ﷺ) একটি জানাযার সালাত আদায় করলেন। এরপর মৃতের কবরে গিয়ে তার মাথার দিক থেকে তার উপর তিনবার মাটি ফেললেন।’’

রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ১৫৬৫

২৮৭. মৃতকে কবরস্থ করার দোয়া #১

ইবন উমর (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্‌ (ﷺ) যখন মৃতদেহকে কবরে নামাতেন তখন এ কথা বলতেন -

بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُوْلِ اللَّهِ (ﷺ)

بِسْمِ اللّٰهِ وَعَلٰى سُنَّةِ رَسُوْلِ اللّٰه (ﷺ)

বিসমিল্লা-হি ওয়া ‘আলা- সুন্নাতি রাসূলিল্লাহ (ﷺ)

অনুবাদ

আল্লাহ্‌র নামে এবং রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সুন্নাতের উপর (লাশকে কবরে রাখছি)

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ৩২১৩

সেটিংস

বর্তমান ভাষা