কাপড় পরিধান

কাপড় পরিধান

১ সাবক্যাট | ৮ দোয়া

অধ্যায়: কাপড় পরিধান

পরিচ্ছেদ: কাপড় পরিধান সম্পর্কিত দোয়া সমূহ

১৪৬. পোশাক পরিধানের দোয়া

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِيْ هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةٍ

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِيْ هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ

আল’হামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যাছছাওবা ওয়া রাযাক্বানীহি মিন গাইরি ‘হাওলিম মিন্নী ওয়ালা- ক্বুওয়্যাহ

অনুবাদ

প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন এবং আমার কোনো অবলম্বন ও শক্তি ছাড়া-ই, আমাকে তা প্রদান করেছেন।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, “যদি কেউ পোশাক পরিধানের সময় এ কথা বলে তাহলে তার পূর্বের গোনাহ ক্ষমা করা হবে।”

রেফারেন্সহাসান। আবূ দাঊদঃ ৪০২৩

১৪৭. নতুন পোশাক পরিধানের দোয়া

اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ اَنْتَ كَسَوْتَنِيْهِ اَسْاَلُكَ خَيْرَهٗ وَخَيْرَ مَا صُنِعَ لَهٗ وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهٖ وَشَرِّ مَا صُنِعَ لَهٗ

আল্লা-হুম্মা, লাকাল ‘হামদু, আনতা কাসাওতানীহি, আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা স্বুনি’আ লাহূ, ওয়া আ‘উযু বিকা মিন শাররিহী ওয়া শাররি মা স্বুনি'আ লাহূ

অনুবাদ

হে আল্লাহ্‌, আপনারই সকল প্রশংসা। আপনি আমাকে এটি পরিধান করিয়েছেন। আমি আপনার নিকট প্রার্থনা করছি এর কল্যাণ এবং যে কল্যাণের জন্য তা উৎপাদিত। আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অকল্যাণ এবং যে অকল্যাণের জন্য তা উৎপাদিত।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ১৭৬৭

১৪৮. নতুন পোশাক পরিধান কারীর জন্য দোয়া

تُبْلَی وَيُخْلِفُ اللَّهُ تَعَالَی

تُبْلٰی وَيُخْلِفُ اللّٰهُ تَعَالٰی

তুবলা- ওয়া ইউখলিফুল্লা-হু তা'আ-লা

অনুবাদ

এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ্‌ যেন এর পরে তোমায় আরো কাপড় পরান।

সাহাবীগণ কাউকে নতুন পোশাক পরতে দেখলে এ দোয়া করতেন।

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ৪০২০

সেটিংস

বর্তমান ভাষা