বৈঠকে বসলে

বৈঠকে বসলে

১ সাবক্যাট | ৫ দোয়া

অধ্যায়: বৈঠকে বসলে

পরিচ্ছেদ: বৈঠককারীর জন্য পঠিতব্য দোয়া সমূহ

৪৯২. বৈঠক সম্পর্কে #১

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “যে-ব্যক্তি কোনও বৈঠকে বসল, অথচ তাতে আল্লাহ্‌ তা'আলার যিক্‌র করল না, তার উপর আল্লাহ্‌র পক্ষ থেকে আফসোস! যে ব্যক্তি কোনও জায়গায় শয়ন করল, অথচ সেখানে আল্লাহ্‌ তা'আলার যিকির করল না, তার উপর আল্লাহ্‌র পক্ষ থেকে আফসোস!”

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ৪৮৫৬

৪৯৩. বৈঠক সম্পর্কে #২

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “একদল লোক বৈঠক থেকে ওঠল অথচ সেখানে আল্লাহ্‌র যিক্‌র (স্মরণ) করল না, এরা যেন মরা গাধা (খাওয়ার অনুষ্ঠান) থেকে ওঠল; এটি হবে তাদের আফসোসের কারণ।”

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ৪৮৫৫

৪৯৪. বৈঠক চলাকালে দোয়া

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা গণনা করে দেখতাম, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বৈঠক শেষে একশ বার বলছেন -

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَىَّ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ

রব্বিগফির লী ওয়াতুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত্ তাউওয়া-বুর রাহিম

অনুবাদ

হে আমার রব্ব! আপনি আমাকে মাফ করুন এবং তাওবাহ কবুল করুন; নিশ্চয় আপনিই তাওবা কবুলকারী দয়ালু।

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ১৫১৬

সেটিংস

বর্তমান ভাষা