পরিচ্ছেদ: মৃতকে কবরস্থ করা

২৮৬. কবরস্থ করার পরে কবরে মাটি ফেলা

সহীহ হাদীসে বর্ণিত যে, মৃতকে কবরস্থ করার পরে উপস্থিত ব্যক্তিদের জন্য সুন্নাত তিন বার দু হাত ভরে মাটি কবরে ফেলা। আবু হুরাইরা (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্‌ (ﷺ) একটি জানাযার সালাত আদায় করলেন। এরপর মৃতের কবরে গিয়ে তার মাথার দিক থেকে তার উপর তিনবার মাটি ফেললেন।’’

রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ১৫৬৫

২৮৭. মৃতকে কবরস্থ করার দোয়া #১

ইবন উমর (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্‌ (ﷺ) যখন মৃতদেহকে কবরে নামাতেন তখন এ কথা বলতেন -

بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُوْلِ اللَّهِ (ﷺ)

بِسْمِ اللّٰهِ وَعَلٰى سُنَّةِ رَسُوْلِ اللّٰه (ﷺ)

বিসমিল্লা-হি ওয়া ‘আলা- সুন্নাতি রাসূলিল্লাহ (ﷺ)

অনুবাদ

আল্লাহ্‌র নামে এবং রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সুন্নাতের উপর (লাশকে কবরে রাখছি)

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ৩২১৩

২৮৮. মৃতকে কবরস্থ করার দোয়া #২

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, ‘যখন তোমরা লাশ কবরে রাখ, তখন বল -

بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللَّهِ

بِسْمِ اللّٰهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللّٰهِ

বিসমিল্লা-হি ওয়া ‘আলা- মিল্লাতি রসূলিল্লাহ্

অনুবাদ

আল্লাহ্‌র নামে এবং তাঁর রাসূল (ﷺ)-এর মিল্লাতের উপর (লাশকে কবরে রাখছি)

মৃতব্যক্তিকে ডান কাতে কবরে রাখা সুন্নত। চিৎ করে এবং বুকের উপর হাত রেখে কবরে রাখার কোন প্রমাণ নেই। আর মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ ছাড়া কোন দোয়া নেই।

রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ১৫৫০

সেটিংস

বর্তমান ভাষা