৯০৪. সালামের পদ্ধতি
ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, এক লোক নবী (ﷺ) এর নিকট এসে বললো -
اَلسَّلَامُ عَلَيْكُمْ
আস্সালামু ‘আলাইকুম
আপনার উপর আল্লাহ্র শান্তি বর্ষিত হোক
এরপর আরেকজন এসে বললো -
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ
আস্সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আপনার উপর আল্লাহ্র শান্তি ও রহমত বর্ষিত হোক
অতঃপর আরেকজন এসে বললো -
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
আস্সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনার উপর আল্লাহ্র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক
তিনি তার জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ দশ নেকি!
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাঁচির ক্ষেত্রে শিষ্টাচার
কাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়া
কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়া
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৩
হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #২
সালামের প্রসার
আল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়া
হাই তোলার ক্ষেত্রে শিষ্টাচার
উপকারী ইলম চাওয়ার দোয়া
মজলিসে যা বলতে হয়
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #১
বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া