৪৮৪. আল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়া
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার'। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া’হদাহু। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া‘হদাহু লা- শারীকা লাহু। লা- ইলা-হা ইল্লাল্লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল ‘হামদু। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়ালা- ‘হাওলা ওয়ালা- ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ।
আল্লাহ্ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই এবং আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ্ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, তিনি একক। আল্লাহ্ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আল্লাহ্ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই। আল্লাহ্ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহ্র (সাহায্য) ছাড়া।
আবু সাঈদ খুদরী (রাঃ) ও আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যখন কোনো বান্দা এ বাক্যগুলো বলে তখন আল্লাহ্ তাঁর ডাকে সাড়া দেন এবং যদি কেউ অসুস্থ অবস্থায় এ কথাগুলি বলে এরপর সে মৃত্যুরণ করে তবে আগুন তাকে স্পর্শ করবে না।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি’- তার জন্য দোয়া
তিলাওয়াতের সিজদার দোয়া
সালামের পদ্ধতি
হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #১
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়া
হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #২
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়া
হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #৩
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৫
মজলিসে যা বলতে হয়
হাঁচির ক্ষেত্রে শিষ্টাচার
ক্ষতিকারক/অপছন্দনীয় বিষয় দেখলে