৪৭৪. মজলিসে যা বলতে হয়

Daily DuasProtectionIslamic PrayerCategory 28

মজলিসে যা বলতে হয় আরবি

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ

মজলিসে যা বলতে হয় উচ্চারণ

রব্বিগফির লী ওয়াতুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত্ তাউওয়া-বুল গাফূর

মজলিসে যা বলতে হয় অনুবাদ

হে আমার রব্ব! আপনি আমাকে মাফ করুন এবং তাওবাহ কবুল করুন; নিশ্চয় আপনিই তাওবা কবুলকারী ক্ষমাশীল।

ইবনু উমর (রাঃ) বলেন, গণনা করে দেখা যেতো যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) এক বৈঠক থেকে উঠে যাবার পূর্বে একশবার এই দোয়া পড়তেন-(উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৪৩৪

সেটিংস

বর্তমান ভাষা