৪৭৩. অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়
অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয় আরবি
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُم
অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয় উচ্চারণ
ইয়াহদিকুমুল্লা-হু ওয়া ইউসলিহু বা-লাকুম
অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয় অনুবাদ
আল্লাহ্ আপনাদেরকে সুপথে পরিচালিত করুন এবং আপনাদের অবস্থাকে ভালো ও পরিশুদ্ধ করুন।
আবু মূসা আশআরি (রাঃ) থেকে বর্ণিত, ইয়াহুদিরা নবী (ﷺ)-এর কাছে এসে হাঁচি দিত। তাদের আশা ছিল-নবী-(ﷺ) তাদের জন্য বলবেন ‘ইয়ার’হামুকাল্লা-হু (আল্লাহ্ তোমাদের উপর রহম করুন!) কিন্তু নবী (ﷺ) বলতেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২৭৩৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়াসালামের পদ্ধতিকেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়াকাউকে প্রশংসা করার মাসনূন যিক্রসালামের প্রসারকেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়াঅমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবেহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #২হাই তোলার ক্ষেত্রে শিষ্টাচারহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৫যে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি’- তার জন্য দোয়াহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #১