৪৬৩. হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #২
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, “(এক) মুসলিমের উপর (অপর) মুসলিমের অধিকার পাঁচটি: সালামের জবাব দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাযার পেছনে পেছনে যাওয়া, ডাকে সাড়া দেওয়া এবং হাঁচিদানকারীর জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা।”
রেফারেন্সবুখারীঃ ১২৪০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #১হাই তোলার ক্ষেত্রে শিষ্টাচারহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #২হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৩কাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়াহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #৩কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়াকতবার হাঁচির জবাব দিতে হবে?অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়অমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবেক্রোধ নিয়ন্ত্রণের দোয়া