৪৬৩. হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #২
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, “(এক) মুসলিমের উপর (অপর) মুসলিমের অধিকার পাঁচটি: সালামের জবাব দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাযার পেছনে পেছনে যাওয়া, ডাকে সাড়া দেওয়া এবং হাঁচিদানকারীর জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা।”
রেফারেন্সবুখারীঃ ১২৪০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়া
মজলিসে যা বলতে হয়
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়া
হাঁচির ক্ষেত্রে শিষ্টাচার
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৩
কাউকে প্রশংসা করার মাসনূন যিক্র
সালামের প্রসার
সালামের পদ্ধতি
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৫
গবেষক, মুফতী ও সত্যানুসন্ধানীর দোয়া
বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া
অমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবে