৯০৩. উপকারী ইলম চাওয়ার দোয়া
اَللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَارْزُقْنِيْ عِلْمًا تَنْفَعُنِيْ بِهِ.
উপকারী ইলম চাওয়ার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মান ফা’নী বিমা- আল্লামতানী ওয়া আল্লিমনী মা- ইয়ানফাউনি ওয়ারযুক্বনী ইলমান তানফাউনী বিহী।
উপকারী ইলম চাওয়ার দোয়া অনুবাদ
হে আল্লাহ, যে জ্ঞান আপনি আমাকে দান করেছেন তার দ্বারা আমাকে উপকৃত করুন। যা আমাকে উপকৃত করবে, এমন জ্ঞান দান করুন এবং আমাকে ওই ইলম দান করুন, যার দ্বারা আপনি আমাকে উপকৃত করবেন।
রেফারেন্সসহিহ। সিলসিলাতুস সহীহাহ ৩১৫১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সালামের প্রসারঅমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #১হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৫হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়াকাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়াসালামের পদ্ধতিকেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়াকতবার হাঁচির জবাব দিতে হবে?মজলিসে যা বলতে হয়হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #১