৪৭৫. বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 28
বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া আরবি
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া উচ্চারণ
সুব্হা-নাকা আল্লা-হুম্মা ওয়া বি'হামদিকা আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা
বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে, আপনি ছাড়া হক্ব কোনো ইলাহ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তাওবা করি।
আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই কোনো মজলিসে বসেছেন, অথবা কুরআন তেলাওয়াত করেছেন, অথবা সালাত আদায় করেছেন, তখনই তা কিছু বাক্যের মাধ্যমে শেষ করেছেন-(উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
রেফারেন্সহাসান সহিহ। আবু দাউদঃ ৪৮৫৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়াযে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি’- তার জন্য দোয়াসালামের প্রসারহাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #১সালামের পদ্ধতিহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৫উপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দোয়াহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪আনন্দদায়ক/পছন্দনীয় বিষয় দেখলেকেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়াকেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়াগবেষক, মুফতী ও সত্যানুসন্ধানীর দোয়া