৪৭৫. বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
সুব্হা-নাকা আল্লা-হুম্মা ওয়া বি'হামদিকা আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা
হে আল্লাহ্! আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে, আপনি ছাড়া হক্ব কোনো ইলাহ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তাওবা করি।
আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই কোনো মজলিসে বসেছেন, অথবা কুরআন তেলাওয়াত করেছেন, অথবা সালাত আদায় করেছেন, তখনই তা কিছু বাক্যের মাধ্যমে শেষ করেছেন-(উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আনন্দদায়ক/পছন্দনীয় বিষয় দেখলে
মজলিসে যা বলতে হয়
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪
ক্ষতিকারক/অপছন্দনীয় বিষয় দেখলে
কাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়া
উপকারী ইলম চাওয়ার দোয়া
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়া
সালামের প্রসার
কতবার হাঁচির জবাব দিতে হবে?
তিলাওয়াতের সিজদার দোয়া
সালামের পদ্ধতি
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৩