৪৯১. তিলাওয়াতের সিজদার দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 28
তিলাওয়াতের সিজদার দোয়া আরবি
اَللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّيْ بِهَا وِزْرًا وَاجعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ
তিলাওয়াতের সিজদার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মাক্তুব লী বিহা- ‘ইনদাকা আজ্রান, ওয়াদ্বা’অ্ ‘আন্নী বিহা- উইঝরান, ওয়াজ্’আল্হা- লী 'ইন্দাকা যুখ্রান, ওয়া তাক্বাব্বালহা- মিন্নী কামা- তাক্বাব্বাল্তাহা- মিন ‘আব্দিকা দা-ঊদ
তিলাওয়াতের সিজদার দোয়া অনুবাদ
হে আল্লাহ্, আপনি লিপিবদ্ধ করুন আমার জন্য এ সিজদার বিনিময়ে পুরস্কার, এবং অপসারণ করুন আমার থেকে এর বিনিময়ে পাপ-বোঝা, এবং বানিয়ে দিন একে আপনার নিকট সম্পদ, এবং কবুল করুন একে আমার থেকে যেমন কবুল করেছিলেন আপনার বান্দা দাউদ থেকে।
ইবনু আব্বাস (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্ (ﷺ) সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করেন এবং এ দোয়াটি পাঠ করেন।” (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
রেফারেন্সহাসান। তিরমিযীঃ ৩৪২৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ক্ষতিকারক/অপছন্দনীয় বিষয় দেখলেহাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #১কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়াপ্রশংসিতের দোয়াসালামের প্রসারকাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়াউপকারী ইলম চাওয়ার দোয়াআনন্দদায়ক/পছন্দনীয় বিষয় দেখলেকতবার হাঁচির জবাব দিতে হবে?হাঁচির ক্ষেত্রে শিষ্টাচারযে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি’- তার জন্য দোয়াহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #২