৪৯১. তিলাওয়াতের সিজদার দোয়া

اَللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّيْ بِهَا وِزْرًا وَاجعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ

আল্লা-হুম্মাক্‌তুব লী বিহা- ‘ইনদাকা আজ্‌রান, ওয়াদ্বা’অ্‌ ‘আন্নী বিহা- উইঝরান, ওয়াজ্‌’আল্‌হা- লী 'ইন্‌দাকা যুখ্‌রান, ওয়া তাক্বাব্বালহা- মিন্নী কামা- তাক্বাব্বাল্‌তাহা- মিন ‘আব্‌দিকা দা-ঊদ

অনুবাদ

হে আল্লাহ্‌, আপনি লিপিবদ্ধ করুন আমার জন্য এ সিজদার বিনিময়ে পুরস্কার, এবং অপসারণ করুন আমার থেকে এর বিনিময়ে পাপ-বোঝা, এবং বানিয়ে দিন একে আপনার নিকট সম্পদ, এবং কবুল করুন একে আমার থেকে যেমন কবুল করেছিলেন আপনার বান্দা দাউদ থেকে।

ইবনু আব্বাস (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্‌ (ﷺ) সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করেন এবং এ দোয়াটি পাঠ করেন।” (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সহাসান। তিরমিযীঃ ৩৪২৪

সেটিংস

বর্তমান ভাষা