৪৯১. তিলাওয়াতের সিজদার দোয়া
اَللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّيْ بِهَا وِزْرًا وَاجعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ
আল্লা-হুম্মাক্তুব লী বিহা- ‘ইনদাকা আজ্রান, ওয়াদ্বা’অ্ ‘আন্নী বিহা- উইঝরান, ওয়াজ্’আল্হা- লী 'ইন্দাকা যুখ্রান, ওয়া তাক্বাব্বালহা- মিন্নী কামা- তাক্বাব্বাল্তাহা- মিন ‘আব্দিকা দা-ঊদ
হে আল্লাহ্, আপনি লিপিবদ্ধ করুন আমার জন্য এ সিজদার বিনিময়ে পুরস্কার, এবং অপসারণ করুন আমার থেকে এর বিনিময়ে পাপ-বোঝা, এবং বানিয়ে দিন একে আপনার নিকট সম্পদ, এবং কবুল করুন একে আমার থেকে যেমন কবুল করেছিলেন আপনার বান্দা দাউদ থেকে।
ইবনু আব্বাস (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ্ (ﷺ) সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করেন এবং এ দোয়াটি পাঠ করেন।” (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাঁচির ক্ষেত্রে শিষ্টাচার
প্রশংসিতের দোয়া
কাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়া
উপকারী ইলম চাওয়ার দোয়া
হাই তোলার ক্ষেত্রে শিষ্টাচার
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়া
আনন্দদায়ক/পছন্দনীয় বিষয় দেখলে
সালামের পদ্ধতি
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #২
অমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়
মজলিসে যা বলতে হয়
যে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি’- তার জন্য দোয়া