৪৮৬. উপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দোয়া
جَزَاكَ اللَّهُ خَيْرًا
উপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দোয়া উচ্চারণ
জাযা-কাল্লা-হু খাইরান
উপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দোয়া অনুবাদ
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।
আমরা দেখেছি যে, মুমিন কাউকে উপকার করলে কখনোই তার থেকে কৃতজ্ঞতা বা প্রতিদানের আশা করে না। পক্ষান্তরে উপকৃত মুমিনের দায়িত্ব, উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা, তার উপকারের কথা অকপটে স্বীকার করা এবং তার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কেউ কারো উপকার করলে সে যদি উপকারীকে এ কথা বলে কৃতজ্ঞতা জানায় তাহলে তা সর্বোত্তম প্রশংসা করা হবে।
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২০৩৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #১আল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়াহাই তোলার ক্ষেত্রে শিষ্টাচারঅমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়হাঁচির ক্ষেত্রে শিষ্টাচারআনন্দদায়ক/পছন্দনীয় বিষয় দেখলেকেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়াকাউকে প্রশংসা করার মাসনূন যিক্রক্রোধ নিয়ন্ত্রণের দোয়াসালামের পদ্ধতিকেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দোয়াকাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়া