৭০২. দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #১

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলতেন -

اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ

আল্লা-হুম্মা, আস্বলি’হ লী দীনিয়াল লাযী হুওয়া 'ইস্ব্‌মাতু আমরী। ওয়া আস্বলি’হ লী দুন্‌ইয়া- ইয়াল‌ লাতী ফীহা- মা’আ-শী। ওয়া আস্বলি’হ লী আ-খিরাতি‘ল‌‌ লাতী ফিহা- মাআ'-দ্বি ওয়াজ-আলিল 'হায়া-তা ঝিয়া-‘দাতান লী ফি কুল্লি খাইরিন ওয়াজ-আলিল মাওতা র-হাতান লী মিন কুল্লি শার্‌রীন

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাকে সঠিকভাবে দ্বীন পালনের সুযোগ দাও, যা হলো আমার যাবতীয় বিষয়ের রক্ষাকবচ। আমাকে দুনিয়ায় সঠিকভাবে চলার সুযোগ দাও, যেখানে আছে আমার জীবনোপকরণ। পরকালের জন্য আমাকে সঠিকভাবে প্রস্তুত করো, যেখানে রয়েছে আমার শেষ ঠিকানা (আমার) জীবনকে বানিয়ে দাও সকল কল্যাণ লাভের পাত্র; আর মৃত্যুকে বানিয়ে দাও সকল অনিষ্ট থেকে প্রশান্তি লাভের মাধ্যম।

রেফারেন্সমুসলিমঃ ২৭২০

সেটিংস

বর্তমান ভাষা