৭৩৩. রিজিক ও গৃহের প্রশস্ততা চাওয়ার দোয়া

আল্লাহ্‌র রাসূল (ﷺ) ওযূ করে সালাত আদায় করে বলেন -

اَللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِيْ وَوَسِّعْ لِي فِي دَارِيْ وَبَارِكْ لِي فِي رِزْقِيْ

আল্লা-হুম্মাগ্ ‌ফির লী যান্‌বী ওয়া ওয়াস্‌সি’য়্‌ লী ফী দা-রী ওয়া বা-রিক্‌ লী ফী রিযক্বী

অনুবাদ

হে আল্লাহ্‌! আমার গোনাহ মাফ করে দাও। আমার ঘরে প্রশস্ততা দাও। এবং আমার জীবনোপকরণে বরকত দাও।

নবী (ﷺ) বলেন, ‘এর পর আর কোনও কল্যাণ বাকি থাকে কি?

রেফারেন্সহাসান। তিরমিযিঃ ৩৫০০, সহীহ আল জামিঃ ১২৬৫

সেটিংস

বর্তমান ভাষা