৭৩৩. রিজিক ও গৃহের প্রশস্ততা চাওয়ার দোয়া
আল্লাহ্র রাসূল (ﷺ) ওযূ করে সালাত আদায় করে বলেন -
রিজিক ও গৃহের প্রশস্ততা চাওয়ার দোয়া আরবি
اَللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِيْ وَوَسِّعْ لِي فِي دَارِيْ وَبَارِكْ لِي فِي رِزْقِيْ
রিজিক ও গৃহের প্রশস্ততা চাওয়ার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মাগ্ ফির লী যান্বী ওয়া ওয়াস্সি’য়্ লী ফী দা-রী ওয়া বা-রিক্ লী ফী রিযক্বী
রিজিক ও গৃহের প্রশস্ততা চাওয়ার দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আমার গোনাহ মাফ করে দাও। আমার ঘরে প্রশস্ততা দাও। এবং আমার জীবনোপকরণে বরকত দাও।
নবী (ﷺ) বলেন, ‘এর পর আর কোনও কল্যাণ বাকি থাকে কি?
রেফারেন্সহাসান। তিরমিযিঃ ৩৫০০, সহীহ আল জামিঃ ১২৬৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #১কারও জন্যে স্থিরতা, ও সঠিক পথের দিশা চাওয়াঅপ্রীতিকর দিন-রাত ও খারাপ সঙ্গী থেকে আশ্রয় চাওয়াদ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতিদ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়ামহামারী ও রোগব্যাধি থেকে আশ্রয় চাওয়ার দোয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৬ঋণ মুক্তির দোয়াদুনিয়া-আখিরাতের কল্যাণ কামনাপথভ্রষ্টতা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাওয়াদুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #২অঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা