৭৩০. পথভ্রষ্টতা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাওয়া
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্র রাসূল (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِعِزَّتِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِيْ أَنْتَ الْحَيُّ الَّذِيْ لَا يَمُوْتُ وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ
আল্লা-হুম্মা লাকা আসলামতু, ওয়াবিকা আ-মানতু, ওয়া 'আলাইকা তাওয়াক্কালতু, ওয়া ইলাইকা আনাবতু, ওয়া বিকা খা-সাম্তু, আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বি‘ইঝঝাতিকা লা- ইলা-হা ইল্লা- আনতা আন তুদ্বিল্লানী আনতাল ‘হাইয়্যূল লাযী লা- ইয়ামূতু ওয়াল জিন্নু ওয়াল ইন‘সু ইয়ামূতুন
হে আল্লাহ্! আমি তোমার সামনে আত্মসমর্পণ করেছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি, তোমার কাছে ফিরে এসেছি, (আমার অভাব ও অনুযোগ) তোমার কাছে পেশ করেছি। হে আল্লাহ্! আমি তোমার শক্তিমত্ত্বার কাছে আশ্রয় চাই, তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই, আমাকে বিপথে যেতে দিয়ো না; তুমিই চিরঞ্জীব-মৃত্যুহীন, জ্বিন ও মানুষ সবাই মারা যাবে।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায়
জানা অজানা শির্ক থেকে আশ্রয় চাওয়া
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
জান্নাতের ভান্ডার সমূহের একটি দোয়া
অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #১
পবিত্র জীবন ও সহজ মৃত্যু চাওয়া
ইচ্ছায় অনিচ্ছায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া
কারও জন্যে স্থিরতা, ও সঠিক পথের দিশা চাওয়া
আল্লাহ্র কাছে তাওবা করা ও ক্ষমা চাওয়া
আল্লাহর ভালবাসা চাওয়ার দোয়া
ইসলামের অসীলায় সর্বাবস্থায় সুরক্ষা চাওয়ার দোয়া
ঋণ মুক্তির দোয়া