৭৭২. বরকত, সম্মান ও সন্তুষ্টি চাওয়ার দোয়া
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এসব দোয়া পড়তেন -
اَللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَأَرْضِنَا وَارْضَ عَنَّا
আল্লা-হুম্মা, ঝিদ্না- ওয়ালা- তান্ক্কুস্ব্না- ওয় আক্রিম্না- ওয়ালা- তুহিন্না- ওয়া আ'ত্বিনা- ওয়ালা- তা’হ্রিম্না- ওয়া আ-ছির্না- ওয়ালা- তুঅ্ছির ‘আলাইনা- ওয়া আর্দ্বিনা- ওয়ার্দ্বা ‘আন্না-
হে আল্লাহ্! আমাদের বাড়িয়ে দাও, কমিয়ে দিয়ো না; আমাদের সম্মানিত করো, অপমানিত করো না; আমাদের দাও, বঞ্চিত করো না; আমাদের প্রাধান্য দাও, আমাদের উপর কাউকে প্রাধান্য দিয়ো না; আমাদের সন্তুষ্ট করো এবং আমাদের উপর সন্তুষ্ট হও।
এরপর নবী (ﷺ) বলেন, “আমার উপর দশটি আয়াত নাযিল হয়েছে; যে -ব্যক্তি এগুলো বাস্তবায়ন করবে, সে জান্নাতে যাবে।” এরপর তিনি এ দশটি আয়াত শেষ পর্যন্ত পাঠ করে শোনান -
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ ﴿١﴾ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ﴿٢﴾ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ﴿٣﴾ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ ﴿٤﴾ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ﴿٥﴾ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ﴿٦﴾ فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ ﴿٧﴾ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ﴿٨﴾ وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ﴿٩﴾ أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ ﴿١٠﴾
(১) অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, (২) যারা নিজদের সালাতে বিনয়াবনত। (৩) আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ। (৪) আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। (৫) আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী। (৬) তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া, নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। (৭) অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। (৮) আর যারা নিজদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান। (৯) আর যারা নিজদের সালাতসমূহ হিফাযত করে। (১০) তারাই হবে ওয়ারিস। (সূরা আল-মু'মিনূনঃ ২৩:১-১০)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #৩
জান্নাতের ভান্ডার সমূহের একটি দোয়া
দুশ্চরিত্র ও মন্দ কর্ম থেকে আশ্রয় চাওয়ার দোয়া
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া
কৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়া
ইচ্ছায় অনিচ্ছায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি
অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #১
পথভ্রষ্টতা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাওয়া
অঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা
অপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়া
ব্যাপক অর্থবোধক ও সর্বোত্তম বাক্যাবলির সাহায্যে দোয়া