৭১৩. অন্তরকে আল্লাহ্‌র আনুগত্যে স্থির রাখার দোয়া #১

আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছেন, আদম (আঃ)-সন্তানদের সকল ক্বলব (অন্তর) আল্লাহ্‌র দু আঙুলের মাঝখানে একটিমাত্র ক্বলবের মতো হয়ে আছে; তিনি যখন চান তখনই তা ঘুরিয়ে দেন। এরপর আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন -

اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ

আল্লা-হুম্মা মুস্বাররিফাল ক্বুলূবি স্বররিফ ক্বুলূবানা- ‘আলা- ত্ব-‘আতিক

অনুবাদ

হে আল্লাহ্‌, অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলো তোমার আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও।

রেফারেন্সমুসলিমঃ ২৬৫৫

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

সেটিংস

বর্তমান ভাষা