৭৫৮. ঋণ মুক্তির দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 38

আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাদের নির্দেশ দিতেন, ঘুমুতে যাওয়ার সময় আমরা যেন বলি -

ঋণ মুক্তির দোয়া আরবি

اَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الْأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيْلِ وَالْفُرْقَانِ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اَللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

ঋণ মুক্তির দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা, রাব্বাস সামাওয়া-তি, ওয়ারাব্বাল আরদ্বি ওয়ারাব্বাল ‘আরশিল ‘আযীম। রাব্বানা- ওয়ারাব্বা কুল্লি শাইয়িন, ফা-লিক্বাল হাব্বি ওয়ান নাওয়া-। ওয়া মুনঝিলাত তাওরা-তি ওয়াল ইনজীলি ওয়াল ফুরক্বা-ন। আ‘উযু বিকা মিন শার্‌রি কুল্লি শাইয়িন আনতা আ-খিযুম বিনা-সিয়াতিহী। আল্লা-হুম্মা, আনতাল আউওয়ালু, ফালাইসা ক্বাবলাকা শাইঊন। ওয়া আনতাল আ-খিরু ফালাইসা বা’দাকা শাইঊন। ওয়া আনতায যা-হিরু ফালাইসা ফাউক্বাকা শাইঊন। ওয়া আনতাল বা-তিনু ফালাইসা দূনাকা শাইঊন। ইকদ্বি 'আন্নাদ দাইনা ওয়া আগনিনা- মিনাল ফাক্বর

ঋণ মুক্তির দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! মহাকাশ ও পৃথিবীর শাসক-অধিপতি, মহান আরশের অধিপতি, আমাদের ও সবকিছুর অধিপতি, বীজ ও শস্যদানা থেকে চারা উৎপন্নকারী, তাওরাত, ইনজীল ও কুরআন নাযিলকারী! তোমার কাছে প্রত্যেক বস্তুর অনিষ্ট থেকে আশ্রয় চাই, যা সবাই তোমার অধীন! তুমিই অনাদি; তোমার আগে কিছুই ছিল না; তুমিই অনন্ত, তোমার পরে কিছু নেই; তুমিই প্রকাশ্য, তোমার চেয়ে বেশি প্রকাশিত কিছুই নেই তুমিই গোপন, তোমার চেয়ে গোপন আর কিছুই নেই! তুমি আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও! আর আমাদের অভাবমুক্ত করে দাও!

রেফারেন্সমুসলিমঃ ২৭১৩

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

সেটিংস

বর্তমান ভাষা