৭০৫. হিদায়াত ও অবিচল থাকার দোয়া #২
হিদায়াত ও অবিচল থাকার দোয়া #২ আরবি
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ
হিদায়াত ও অবিচল থাকার দোয়া #২ উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আস’আলুকাল হুদা ওয়াস্-সাদা-দ
হিদায়াত ও অবিচল থাকার দোয়া #২ অনুবাদ
হে আল্লাহ্! তোমার কাছে হিদায়াত ও অবিচলতা চাই।
[আলী (রাঃ)-কে উদ্দেশ্য করে বলেন] পথ দেখানোর কথা বলার সময় সেসব লোকের কথা স্মরণ করবে, যারা রাস্তায় দাঁড়িয়ে (মানুষকে) পথ বলে দেয়, আর অবিচলতার কথা বলার সময় তিরন্দাজের অবিচলতার কথা স্মরণ করবে।
রেফারেন্সমুসলিমঃ ২৭২৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #১আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #১দুশ্চরিত্র ও মন্দ কর্ম থেকে আশ্রয় চাওয়ার দোয়াঋণের বোঝা, শত্রুর বিজয় ও উল্লাস থেকে আশ্রয় চাওয়াকৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়াধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনাউপকারী জ্ঞান চাওয়া এবং অপকারী জ্ঞান হতে আশ্রয় চাওয়াদুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #২আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৬আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৪দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #১দুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়া