৭০৫. হিদায়াত ও অবিচল থাকার দোয়া #২

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ

আল্লা-হুম্মা ইন্নী আস’আলুকাল হুদা ওয়াস্‌-সাদা-দ

অনুবাদ

হে আল্লাহ্‌! তোমার কাছে হিদায়াত ও অবিচলতা চাই।

[আলী (রাঃ)-কে উদ্দেশ্য করে বলেন] পথ দেখানোর কথা বলার সময় সেসব লোকের কথা স্মরণ করবে, যারা রাস্তায় দাঁড়িয়ে (মানুষকে) পথ বলে দেয়, আর অবিচলতার কথা বলার সময় তিরন্দাজের অবিচলতার কথা স্মরণ করবে।

রেফারেন্সমুসলিমঃ ২৭২৫

সেটিংস

বর্তমান ভাষা