৭৪৬. ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১
Daily DuasProtectionIslamic PrayerCategory 38
নবী (ﷺ) ফজরের সালাতে সালাম ফেরানোর পর বলতেন -
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১ আরবি
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوْبِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১ উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইয়া- আল্লা-হু বিআন্নাকাল ওয়া-হিদুল আহাদুস্ সমাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফূওয়ান আহাদ, আন্ তাগফিরালী যুনূবী, ইন্নাকা আনতাল গাফূরুর রহীম
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১ অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই, হে আল্লাহ্! তুমি এক, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি এবং যার সমকক্ষ কেউ নেই; তুমি আমাকে ক্ষমা করে দাও, একমাত্র তুমিই ক্ষমাশীল, দয়ালু।
তার দোয়া শুনে আল্লাহ্র রাসূল (ﷺ) তিনবার বলেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে।
রেফারেন্সসহীহ। আন-নাসায়ীঃ ১৩০১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
উদ্বেগ ও দুশ্চিন্তার সময় দোয়াকোন মুমিনকে কষ্ট দিলে বা গালি দিলে তার জন্য দোয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৫হিদায়াত ও অবিচল থাকার দোয়া #১জান্নাতের ভান্ডার সমূহের একটি দোয়াইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২অপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়াপরিপূর্ণ ঈমান, অশেষ অনুগ্রহ এবং রাসুল (ﷺ) সাহচর্য চাওয়ার দোয়াউত্তম চরিত্র চাওয়ার দোয়াপথভ্রষ্টতা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাওয়াদুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #২দৃঢ়তা ও সঠিকতা প্রার্থনা