৭৪৬. ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১
নবী (ﷺ) ফজরের সালাতে সালাম ফেরানোর পর বলতেন -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوْبِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইয়া- আল্লা-হু বিআন্নাকাল ওয়া-হিদুল আহাদুস্ সমাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফূওয়ান আহাদ, আন্ তাগফিরালী যুনূবী, ইন্নাকা আনতাল গাফূরুর রহীম
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই, হে আল্লাহ্! তুমি এক, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি এবং যার সমকক্ষ কেউ নেই; তুমি আমাকে ক্ষমা করে দাও, একমাত্র তুমিই ক্ষমাশীল, দয়ালু।
তার দোয়া শুনে আল্লাহ্র রাসূল (ﷺ) তিনবার বলেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
উত্তম চরিত্র চাওয়ার দোয়া
পবিত্র জীবন ও সহজ মৃত্যু চাওয়া
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
দ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়া
দুর্ঘটনাগ্রস্থ হওয়া থেকে মুক্তির দোয়া
যা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা চাওয়ার দোয়া
উপকারী জ্ঞান চাওয়া
আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৪
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৬
ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা
দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #১