৭১২. দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #৩
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন, কোনও বান্দা যদি কোনও দুশ্চিন্তা বা পেরেশানির মুখোমুখি হয়ে বলে -
اَللَّهُمَّ إِنِّي عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِي وَنُورَ صَدْرِي وَجَلَاءَ حُزْنِيْ وَذَهَابَ هَمِّيْ
আল্লা-হুম্মা ইন্নী ‘আবদুকা, ওয়াবনু ‘আবদিকা ওয়াবনু আমাতিকা, না-সিয়াতি বিইয়াদিকা, মা-দ্বিন ফিইয়্যা হুকমুকা, ‘আদলুন ফিইয়্যা ‘কাদ্বা-উকা, আসআলুকা বিকুল্লি ইসমিন হুআ লাকা, সাম্মাইতা বিহী নাফসাকা, আউ ‘আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, আউ আনযালতাহু ফী কিতা-বিকা, আউ ইসতা’-ছারতা বিহী ফী ‘ইলমিল ‘গাইবি ‘ইনদাকা আন তাজ‘আলাল ক্বুরআ-না রাবী‘আ ক্বালবী, ওয়া নূরা সাদরী, ওয়া জালা-আ হুযনী, ওয়া যাহা-বা হাম্মী
হে আল্লাহ্! আমি তোমার দাস, তোমার এক দাসের ছেলে এবং তোমার এক দাসীর ছেলে; আমি পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে; তোমার সিদ্ধান্তই আমার উপর কার্যকর হয়; আমার ব্যাপারে তুমি যে সিদ্ধান্ত দাও, তা ন্যায়সংগত। তোমার প্রত্যেকটি নামের ওসীলা দিয়ে তোমার কাছে চাই যে নামে তুমি নিজেকে নামকরণ করেছ, কিংবা যে নাম তুমি তোমার সৃষ্টির কাউকে শিখিয়েছ, অথবা যে নাম তুমি তোমার কিতাবে নাযিল করেছ, অথবা তোমার অদৃশ্য-জ্ঞানে যে নাম নিজের জন্য গ্রহণ করেছ, তুমি কুরআনকে বানিয়ে দাও আমার অন্তরের বসন্তকাল। এবং আমার বক্ষের আলো, আমার দুশ্চিন্তার নির্বাসন এবং আমার পেরেশানি-দূরকারী!
আল্লাহ্ অবশ্যই তার দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে তা আনন্দ দিয়ে বদলে দেবেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমরা কি তা শিখব না? নবী (ﷺ) বলেন, “অবশ্যই! যে-ব্যক্তি এটি শুনে, তার উচিত তা মুখস্থ করা।”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হিদায়াত ও অবিচল থাকার দোয়া #১
কিয়ামতের দিন সংকীর্ণস্থান থেকে আশ্রয় চাওয়া
কোন মুমিনকে কষ্ট দিলে বা গালি দিলে তার জন্য দোয়া
দ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়া
তাওবা করা ও ক্ষমা চাওয়া
গোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়ার দোয়া
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া
জান্নাতের ভান্ডার সমূহের একটি দোয়া
বরকত, সম্মান ও সন্তুষ্টি চাওয়ার দোয়া
দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #১
অপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়া
যা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা চাওয়ার দোয়া