৭৩৭. দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া উচ্চারণ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ফাক্বরি ওয়াল ক্বিল্লাতী ওয়ায্ যিল্লাতি ওয়া আ‘উযু বিকা মিন আন আযলিমা আও উযলামা
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই-দারিদ্র্য থেকে, স্বল্পতা ও অপমান থেকে; আর তোমার কাছে আশ্রয় চাই-কারও উপর জুলুম করা থেকে অথবা কারও জুলুমের শিকার হওয়া থেকে৷
রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ১৫৪৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আল্লাহ্র কাছে তাওবা করা ও ক্ষমা চাওয়াআনসার ও মুহাজিরদের জন্য দোয়াইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১কারও জন্যে স্থিরতা, ও সঠিক পথের দিশা চাওয়ামহামারী ও রোগব্যাধি থেকে আশ্রয় চাওয়ার দোয়াইসলামের অসীলায় সর্বাবস্থায় সুরক্ষা চাওয়ার দোয়াদুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #১যিক্র, শুকরিয়া এবং কবূলযোগ্য ইবাদতে আল্লাহর সাহায্য চাওয়াখারাপ প্রতিবেশী থেকে আশ্রয় চাওয়াআল্লাহর ভালবাসা চাওয়ার দোয়াআল্লাহ্র চেহারায় তাকানোর নিয়ামত লাভের দোয়াদুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়া