৫৫২. মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া
اَللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْفَعْ دَرَجَتَهَا فِي الْمَهْدِيِّيْنَ، وَاخْلُفْهَآ فِي عَقِبِهَا فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهَا يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهَا فِي قَبْرِهَا، وَنَوِّرْ لَهَا فِيهِ
আল্লা-হুম্মা’গফির লাহা (ব্যক্তির নাম), ওয়ার্ফা দারাজাতাহা ফিলমাহদিইয়ীন, ওয়া’খলুফহা ফী ‘আক্কিবিহা ফিল গা-বিরীন, ওয়া’গফির লানা- ওয়া লাহা ইয়া- রাব্বাল ‘আ-লামীন, ওয়াফসা’হ্ লাহা ফী ক্কাব্রিহা, ওয়া নাওয়ির্ লাহা ফীহ
হে আল্লাহ্! তুমি তাকে মাফ করে দাও! হিদায়াতপ্রাপ্ত লোকদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দাও! তুমি তার পেছনে-রেখে-যাওয়া পরিবারের দেখভালো করো! জগৎ সমূহের অধিপতি! আমাদেরকে ও তাকে ক্ষমা করো! তার কবরকে প্রশস্ত করে দাও। এবং তার জন্য সেখানে নূরের ব্যবস্থা করে দাও!”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়া
মুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #১
অসুস্থতার মাসনূন দোয়া
অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #২
নজর লাগার আশঙ্কা হলে
ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনা
পুরুষ মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া
ব্যাথার জন্য দোয়া #২
বদনজর থেকে হিফাযত
অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়া
নিজের ও অন্যের রোগমুক্তির দোয়া
রোগীর জন্য দোয়া #২