৫৫২. মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 33
মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া আরবি
اَللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْفَعْ دَرَجَتَهَا فِي الْمَهْدِيِّيْنَ، وَاخْلُفْهَآ فِي عَقِبِهَا فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهَا يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهَا فِي قَبْرِهَا، وَنَوِّرْ لَهَا فِيهِ
মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা’গফির লাহা (ব্যক্তির নাম), ওয়ার্ফা দারাজাতাহা ফিলমাহদিইয়ীন, ওয়া’খলুফহা ফী ‘আক্কিবিহা ফিল গা-বিরীন, ওয়া’গফির লানা- ওয়া লাহা ইয়া- রাব্বাল ‘আ-লামীন, ওয়াফসা’হ্ লাহা ফী ক্কাব্রিহা, ওয়া নাওয়ির্ লাহা ফীহ
মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া অনুবাদ
হে আল্লাহ্! তুমি তাকে মাফ করে দাও! হিদায়াতপ্রাপ্ত লোকদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দাও! তুমি তার পেছনে-রেখে-যাওয়া পরিবারের দেখভালো করো! জগৎ সমূহের অধিপতি! আমাদেরকে ও তাকে ক্ষমা করো! তার কবরকে প্রশস্ত করে দাও। এবং তার জন্য সেখানে নূরের ব্যবস্থা করে দাও!”
রেফারেন্সমুসলিমঃ ৯২০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ব্যাথার জন্য দোয়া #১নজর লাগার আশঙ্কা হলেদুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #২দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেঅসুস্থতা ও বদনজরের মাসনূন দোয়াবদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়ামুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #১মুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২যখন কেউ কোন প্রীতিকর কিছু দেখে এবং বদনজর দিয়ে ক্ষতি না করতে চায় তখন তার জন্য পঠিতব্য দোয়াব্যাথার জন্য দোয়া #২অসুস্থতার মাসনূন দোয়ানিজের ও অন্যের রোগমুক্তির দোয়া