৫৩৫. অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 33
অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়া আরবি
باِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا يُشْفَى (بِهِ) سَقِيْمُنَا بِإِذْنِ رَبِّنَا
অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়া উচ্চারণ
বিসমিল্লা-হি। তুরবাতু আরদ্বিনা-, বিরীক্বতি বা’অদ্বিনা-, ইউশফা (বিহী) সাক্বীমুনা, বিইযনি রাব্বিনা-
অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়া অনুবাদ
আল্লাহ্র নামে। আমাদের যমিনের মাটি, আমাদের কারো লালার সাথে, যেন আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করে, আমাদের রবের অনুমতিতে।
আয়েশা (রাঃ) বলেন, কারো দেহের কোথাও অসুস্থতা, ব্যাথা বা ক্ষত হলে রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর (শাহাদাত) আঙুল মাটিতে রেখে তা উঠিয়ে এ দোয়াটি পাঠ করতেন। অন্য বর্ণনায় তিনি আঙুলে নিজের মুখের সামান্য লালা লাগিয়ে আঙুলটি মাটিতে রাখতেন এরপর তা ব্যাথার স্থানে রেখে এ দোয়াটি বলতেন।
রেফারেন্সবুখারীঃ ৫৭৪৫, মুসলিমঃ ২১৯৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অসুস্থ ব্যক্তির জন্য দোয়াবিপদ-মুসিবতের মুখোমুখি হলেবদনজর থেকে হিফাযতব্যাথার জন্য দোয়া #১বিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দোয়াকোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দোয়াজীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #১বিষাক্ত দংশন-এর দোয়াফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনাযখন কেউ কোন প্রীতিকর কিছু দেখে এবং বদনজর দিয়ে ক্ষতি না করতে চায় তখন তার জন্য পঠিতব্য দোয়াঅসুস্থ ও মৃতব্যক্তির পাশেমহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া