৫৩৫. অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়া

باِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا يُشْفَى (بِهِ) سَقِيْمُنَا بِإِذْنِ رَبِّنَا

বিসমিল্লা-হি। তুরবাতু আরদ্বিনা-, বিরীক্বতি বা’অদ্বিনা-, ইউশফা (বিহী) সাক্বীমুনা, বিইযনি রাব্বিনা-

অনুবাদ

আল্লাহ্‌র নামে। আমাদের যমিনের মাটি, আমাদের কারো লালার সাথে, যেন আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করে, আমাদের রবের অনুমতিতে।

আয়েশা (রাঃ) বলেন, কারো দেহের কোথাও অসুস্থতা, ব্যাথা বা ক্ষত হলে রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাঁর (শাহাদাত) আঙুল মাটিতে রেখে তা উঠিয়ে এ দোয়াটি পাঠ করতেন। অন্য বর্ণনায় তিনি আঙুলে নিজের মুখের সামান্য লালা লাগিয়ে আঙুলটি মাটিতে রাখতেন এরপর তা ব্যাথার স্থানে রেখে এ দোয়াটি বলতেন।

রেফারেন্সবুখারীঃ ৫৭৪৫, মুসলিমঃ ২১৯৪

সেটিংস

বর্তমান ভাষা