৫৪০. অসুস্থ ব্যক্তির জন্য দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 33
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আরবি
أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া উচ্চারণ
আযহিবিল বা-'স, রাব্বা না-স, ওয়াশফি আন্তা আশ-শাফি, লা-শিফা-আ ইল্লা- শিফা-উকা। শিফা-আন লা-ইউগা-দিরু সাক্বামা
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া অনুবাদ
হে মানুষের প্রতিপালক! তুমি রোগ দূর করে দাও এবং আরোগ্য দান করো। তুমিই তো আরোগ্যদানকারী, তোমার আরোগ্য ভিন্ন আর কোন আরোগ্য নেই, এমন আরোগ্য দাও, যারপর কোন রোগ থাকে না।
নবী (ﷺ) তাদের (তার স্ত্রীদের) কাউকে ঝাড়ার সময় ডান হাত দিয়ে মাসাহ্ করতেন এবং বলতেন, (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সবুখারীঃ ৫৬৭৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়ানিজের কোন কিছু দেখে পছন্দ হলেঅসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১কোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দোয়াবিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দোয়াবদনজর থেকে হিফাযতদুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেরোগীর জন্য দোয়া #১নিজের ও অন্যের রোগমুক্তির দোয়ানিজের ব্যাথার জন্য দোয়ারোগীর জন্য দোয়া #২পুরুষ মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া