৫৪০. অসুস্থ ব্যক্তির জন্য দোয়া
أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
আযহিবিল বা-'স, রাব্বা না-স, ওয়াশফি আন্তা আশ-শাফি, লা-শিফা-আ ইল্লা- শিফা-উকা। শিফা-আন লা-ইউগা-দিরু সাক্বামা
হে মানুষের প্রতিপালক! তুমি রোগ দূর করে দাও এবং আরোগ্য দান করো। তুমিই তো আরোগ্যদানকারী, তোমার আরোগ্য ভিন্ন আর কোন আরোগ্য নেই, এমন আরোগ্য দাও, যারপর কোন রোগ থাকে না।
নবী (ﷺ) তাদের (তার স্ত্রীদের) কাউকে ঝাড়ার সময় ডান হাত দিয়ে মাসাহ্ করতেন এবং বলতেন, (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রোগীর জন্য দোয়া #১
বিষাক্ত দংশন-এর দোয়া
পুরুষ মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া
ব্যাথার জন্য দোয়া #২
বিপদ-মুসিবতের মুখোমুখি হলে
নিজের কোন কিছু দেখে পছন্দ হলে
জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #১
নিজের ব্যাথার জন্য দোয়া
অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়া
রোগীর জন্য দোয়া #২
মুমূর্ষ রোগীর দোয়া #১
মুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #১