৯১৮. ব্যাথার জন্য দোয়া #২
সাতবার পড়তে হবে
ব্যাথার জন্য দোয়া #২ আরবি
أَعُوْذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهٖ عَلٰى كُلِّ شَيْءٍ مِّنْ شَرِّ مَا أَجِدُ
ব্যাথার জন্য দোয়া #২ উচ্চারণ
আ’ঊযু বি’ইয্যাতিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী আলা- কুল্লি শাইয়িন মিন শার্রি মা- আজিদু।
ব্যাথার জন্য দোয়া #২ অনুবাদ
আমি আল্লাহ তা’আলার মর্যাদা এবং সকল বস্তুর উপর তাঁর কুদরতের আশ্রয় নিচ্ছি ওই ব্যথার কষ্ট থেকে, যা আমি অনুভব করছি।
রেফারেন্সসহিহ লিগাইরি। সিলসিলাতুস সহিহাহ ১৪১৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
মুমূর্ষ রোগীর দোয়া #২বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়ারোগীর জন্য দোয়া #২বিপদ-মুসিবতের মুখোমুখি হলেশহিদি মৃত্যু ও মদিনায় মৃত্যু চাওয়ার দোয়ানিজের ও অন্যের রোগমুক্তির দোয়াফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনাজীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #১অসুস্থতা ও বদনজরের মাসনূন দোয়ানিজের কোন কিছু দেখে পছন্দ হলেঅসুস্থ ব্যক্তির জন্য দোয়াঅসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১