৫৩১. বিষাক্ত দংশন-এর দোয়া
সূরা ফাতিহা
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
(১) বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম। (২) আলহামদু লিল্লা-হি রাব্বিল আ’-লামি-ন। (৩) আর-রাহমা-নির রাহি-ম। (৪) মা-লিকি ইয়াওমিদ্দি-ন। (৫) ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন। (৬) ইহদিনাস সিরা-তা’ল মুসতাকি’-ম। (৭) সিরা-তা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম। গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম। ওয়ালা দ্দ-ল্লি-ন
(১) পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ্র নামে। (২) সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি সৃষ্টিকুলের রব। (৩) দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। (৪) বিচার দিবসের মালিক। (৫) আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। (৬) আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন। (৭) তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। (সূরা ফাতিহা: ১-৭)
‘আবদুর রহমান ইবনুল আসওয়াদের পিতা আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি ‘আয়েশা (রাঃ)-কে বিষাক্ত প্রাণীর দংশনের কারণে ঝাড়-ফুঁক করার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ নবী (ﷺ) সকল প্রকার বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়-ফুঁক করার অনুমতি দিয়েছেন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
নজর লাগার আশঙ্কা হলে
বিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দোয়া
পুরুষ মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়া
রোগীর জন্য দোয়া #১
নিজের ব্যাথার জন্য দোয়া
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #১
শহিদি মৃত্যু ও মদিনায় মৃত্যু চাওয়ার দোয়া
বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়া
জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #২
রোগীর জন্য দোয়া #২
মুমূর্ষ রোগীর দোয়া #১
যখন কেউ কোন প্রীতিকর কিছু দেখে এবং বদনজর দিয়ে ক্ষতি না করতে চায় তখন তার জন্য পঠিতব্য দোয়া