৯১৫. শহিদি মৃত্যু ও মদিনায় মৃত্যু চাওয়ার দোয়া
اَللَّهُمَّ ارْزُقْنِيْ شَهَادَةً فِيْ سَبِيْلِكَ، وَاجْعَلْ مَوْتِيْ فِي بَلَدِ رَسُوْلِكَ (ﷺ).
শহিদি মৃত্যু ও মদিনায় মৃত্যু চাওয়ার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মার্ যূক্বনী শাহাদাতান ফি সাবিলিক, ওয়াজ্’আল মাওতি ফি বালাদি রাসূলিক (ﷺ)
শহিদি মৃত্যু ও মদিনায় মৃত্যু চাওয়ার দোয়া অনুবাদ
হে আল্লাহ, আমাকে আপনার পথে শাহাদাত দান করুন এবং আপনার রাসূল (ﷺ)-এর শহরে (মদীনায়) আমাকে মৃত্যু দান করুন।
রেফারেন্সবুখারীঃ ১৮৯০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেমহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়াঅসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #২অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১কোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দোয়ানজর লাগার আশঙ্কা হলেনিজের কোন কিছু দেখে পছন্দ হলেবদনজর থেকে হিফাযতযখন কেউ কোন প্রীতিকর কিছু দেখে এবং বদনজর দিয়ে ক্ষতি না করতে চায় তখন তার জন্য পঠিতব্য দোয়ানিজের ও অন্যের রোগমুক্তির দোয়ামুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২মুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #১