৫৩৪. অসুস্থতার মাসনূন দোয়া
অসুস্থতার মাসনূন দোয়া আরবি
اَللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
অসুস্থতার মাসনূন দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা রাব্বান না-স, আয্হিবিল বা-'স, ইশ্ফি, ওয়া আনতাশ শা-ফী, লা- শিফা-আ ইল্লা- শিফা-উকা, শিফা-আন লা- ইউগা-দিরু সাক্বামা
অসুস্থতার মাসনূন দোয়া অনুবাদ
হে আল্লাহ্, হে মানুষের প্রতিপালক, অসুবিধা দূর করুন, সুস্থতা দান করুন, আপনিই শিফা বা সুস্থতা দানকারী, আপনার শিফা (সুস্থতা প্রদান বা রোগ নিরাময়) ছাড়া আর কোনো শিফা নেই, এমনভাবে শিফা দান করুন যার পরে আর কোনো অসুস্থতা-রোগব্যাধি অবশিষ্ট থাকবে না।
‘আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (ﷺ) তাঁর কোন কোন স্ত্রীকে সূরা নাস ও সূরা ফালাক পড়ে ডান হাত দিয়ে বুলিয়ে দিতেন এবং পড়তেনঃ (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সবুখারীঃ ৫৭৪৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #১অসুস্থ ও মৃতব্যক্তির পাশেবিপদ-মুসিবতের মুখোমুখি হলেঅসুস্থতা ও বদনজরের মাসনূন দোয়াদুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #২নজর লাগার আশঙ্কা হলেবদনজর থেকে হিফাযতরোগীর জন্য দোয়া #২অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়ানিজের ও অন্যের রোগমুক্তির দোয়াফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনাদুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে