৫৪২. রোগীর জন্য দোয়া #২
৭ বার বলবে -
أَسْأَلُ اللَّهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَشْفِيَكَ
রোগীর জন্য দোয়া #২ উচ্চারণ
আসআলুল্লা-হাল ‘আযীম, রাব্বাল ‘আরশিল ‘আযীম আন ইয়াশফিইয়াক
রোগীর জন্য দোয়া #২ অনুবাদ
আমি প্রার্থনা করছি মহামর্যাদাময় আল্লাহ্র নিকট, যিনি মহামর্যাদাময় আরশের প্রভু, তিনি যেন তোমাকে সুস্থতা প্রদান করেন।
ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “যদি কোনো মুসলিম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে এ কথাগুলো সাত বার বলেন তাহলে তার মৃত্যু উপস্থিত না হলে সে সুস্থতা লাভ করবেই।” (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২০৮৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ব্যাথার জন্য দোয়া #১অসুস্থতার মাসনূন দোয়ানিজের ও অন্যের রোগমুক্তির দোয়াবিষাক্ত দংশন-এর দোয়াদুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #১নজর লাগার আশঙ্কা হলেমুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেবদনজর থেকে হিফাযতঅসুস্থ ব্যক্তির জন্য দোয়ারোগীর জন্য দোয়া #১অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১