৫৪২. রোগীর জন্য দোয়া #২
Daily DuasProtectionIslamic PrayerCategory 33
৭ বার বলবে -
রোগীর জন্য দোয়া #২ আরবি
أَسْأَلُ اللَّهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَشْفِيَكَ
রোগীর জন্য দোয়া #২ উচ্চারণ
আসআলুল্লা-হাল ‘আযীম, রাব্বাল ‘আরশিল ‘আযীম আন ইয়াশফিইয়াক
রোগীর জন্য দোয়া #২ অনুবাদ
আমি প্রার্থনা করছি মহামর্যাদাময় আল্লাহ্র নিকট, যিনি মহামর্যাদাময় আরশের প্রভু, তিনি যেন তোমাকে সুস্থতা প্রদান করেন।
ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, “যদি কোনো মুসলিম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে এ কথাগুলো সাত বার বলেন তাহলে তার মৃত্যু উপস্থিত না হলে সে সুস্থতা লাভ করবেই।” (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২০৮৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়াকোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দোয়াঅসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়াবদনজর থেকে হিফাযতমুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২মুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #১অসুস্থ ব্যক্তির জন্য দোয়াফিতরাত’ তথা দীন ইসলামের উপর মৃত্যু কামনাঅসুস্থ ও মৃতব্যক্তির পাশেব্যাথার জন্য দোয়া #২রোগীর জন্য দোয়া #১বিষাক্ত দংশন-এর দোয়া