৫৪২. রোগীর জন্য দোয়া #২

৭ বার বলবে -

أَسْأَلُ اللَّهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَشْفِيَكَ

আসআলুল্লা-হাল ‘আযীম, রাব্বাল ‘আরশিল ‘আযীম আন ইয়াশফিইয়াক

অনুবাদ

আমি প্রার্থনা করছি মহামর্যাদাময় আল্লাহ্‌র নিকট, যিনি মহামর্যাদাময় আরশের প্রভু, তিনি যেন তোমাকে সুস্থতা প্রদান করেন।

ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, “যদি কোনো মুসলিম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে এ কথাগুলো সাত বার বলেন তাহলে তার মৃত্যু উপস্থিত না হলে সে সুস্থতা লাভ করবেই।” (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২০৮৩

সেটিংস

বর্তমান ভাষা