৫৫০. অসুস্থ ও মৃতব্যক্তির পাশে
اَللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبٰى حَسَنَةً
অসুস্থ ও মৃতব্যক্তির পাশে উচ্চারণ
আল্লা-হুম্মাগ্ফির লি ওয়ালাহু ওয়া-আক্বিব্নি মিনহু উক্ববা হাসানাহ
অসুস্থ ও মৃতব্যক্তির পাশে অনুবাদ
হে আল্লাহ্! আমাকে ও তাকে ক্ষমা করে দাও! তার পর আমাকে উত্তম বিকল্পের ব্যবস্থা করে দাও!
উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “তোমরা অসুস্থ বা মৃত ব্যক্তির কাছে গেলে ভালো দোয়া করবে, কারণ তোমরা যা বলো, তার সঙ্গে ফেরেশতারা বলে ‘আমীন (এমনটিই হোক)!' “আবু সালামা (রাঃ)-এর মৃত্যুর পর, আমি নবী (ﷺ)-এর কাছে এসে বলি, “হে আল্লাহ্র রাসূল! আবু সালামা মারা গিয়েছে!” নবী (ﷺ) বলেন, “তুমি বলো- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) আমি এ দোয়া পড়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ্ আমাকে তার [আবু সালামা (রাঃ)] চেয়ে উত্তম বিকল্প দিয়েছেন; আর তিনি হলেন মুহাম্মাদ (ﷺ)!
রেফারেন্সমুসলিমঃ ৯১৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যখন কেউ কোন প্রীতিকর কিছু দেখে এবং বদনজর দিয়ে ক্ষতি না করতে চায় তখন তার জন্য পঠিতব্য দোয়াজীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #১মুমূর্ষ রোগীর দোয়া #১মুমূর্ষ রোগীর দোয়া #২নিজের ও অন্যের রোগমুক্তির দোয়াবদনজর থেকে হিফাযতমুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১অসুস্থতার মাসনূন দোয়াঅসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়াব্যাথার জন্য দোয়া #২বিষাক্ত দংশন-এর দোয়া