৫৫৩. বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 33
বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়া আরবি
أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَّامَّةٍ
বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়া উচ্চারণ
আ‘উযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইত্বা-নিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিন কুল্লি ‘আইনিল লা-ম্মাহ
বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়া অনুবাদ
আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ্র পরিপূর্ণ বাক্যসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে।
রাসূলুল্লাহ্ (ﷺ)-এ বাক্যগুলো দ্বারা হাসান (রাঃ) ও হুসাইন (রাঃ)-কে হেফাজত করাতেন। তিনি বলতেন, ইবরাহীম (আঃ) এ বাক্যদ্বারা তার দু সন্তান ইসমাঈল ও ইসহাক (আঃ)-কে হেফাজত করাতেন। সকল মুমিন পিতা ও মাতার উচিত সকাল ও সন্ধ্যায় এ বাক্যগুলো পাঠ করে সন্তানদের ফুঁক দেওয়া ও দোয়া করা। এছাড়া প্রত্যেকে নিজের হিফাযতের জন্য সকাল সন্ধ্যায় দোয়াটি পাঠ করবেন।
রেফারেন্সবুখারীঃ ৩৩৭১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
নিজের ব্যাথার জন্য দোয়ামুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২মহিলা মৃতব্যক্তির চোখ বন্ধ করার সময় দোয়াবিষাক্ত দংশন-এর দোয়াবিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দোয়াশহিদি মৃত্যু ও মদিনায় মৃত্যু চাওয়ার দোয়াজীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দোয়া #১বিপদ-মুসিবতের মুখোমুখি হলেবদনজর থেকে হিফাযতঅসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়ারোগীর জন্য দোয়া #২নিজের ও অন্যের রোগমুক্তির দোয়া